আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানীতে জামি‘আতুল আবরার রাহমানিয়া মাদরাসার শিক্ষা ভবনের ৮ম তলার কাজ (প্রায়) শেষ। আর মাত্র দু’টি তলার কাজ বাকী। এই বাকী কাজ সম্পন্ন করার জন্য আপনার নিকট দু‘আ এবং সহযোগীতার দরখাস্ত রইলো। এবং আপনারা যারা এককালীন বা কিস্তিতে ১ লক্ষ টাকা দিয়ে এই মাদরাসার আজীবন সদস্য হতে চান, অনতিবিলম্বে এই সুযোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে দাওয়াত দেয়া হলো। এছাড়া যারা সদস্য না হয়েও মাদরাসার উন্নয়নের- সদকায়ে জারিয়ার কাজে শরীক হতে আগ্রহী, তাদের জন্য যে কোন পরিমাণ টাকা দান করার সুযোগ রয়েছে। অনুরোধক্রমে মাদরাসা কর্তৃপক্ষ।