ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য ক্লিক করুন।
হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে ক্লিক করুন।
লেখক: মুফতী মনসূরুল হক দা.বা.
One way Hajj
৭ ই যিলহাজ্জ এবং ৮ই যিলহাজ্জ: হজ্জের ইহরাম বাঁধা। সম্ভব হলে নফল তাওয়াফ করে হাজ্জ এর সা‘ঈ করে নেয়া। মক্কা থেকে মিনায় যাওয়া এবং সেখানে অবস্থান করা। বেশি বেশি তালবিয়া পড়া। পাঁচ ওয়াক্ত নামায জামা‘আতের সাথে আদায় করা। বেশি বেশি তিলাওয়াত ও যিকির করা।
৯ ই যিলহাজ্জ: সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফায় রওনা হওয়া। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে, মাগরিব না পড়ে তালবিয়া পড়তে পড়তে মুযদালিফায় রওনা হওয়া। মুযদালিফায় পৌছে ইশার ওয়াক্ত হলে মাগরিব ও ইশা একত্রে পড়া। উল্লেখ্য, মুযদালিফায় রাত্রি যাপন করা এবং সেখান থেকে ৭০টি ছোট কংকর সংগ্রহ করা।
১০ ই যিলহাজ্জ: মিনা/মুযদালিফা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হওয়া। যাওয়ার পথে শুধু বড় শয়তানকে পাথর মেরে মক্কায় চলে যাওয়া। এবং মক্কায় অবস্থান করা।
১১ ই যিলহাজ্জ: সকালে নাস্তা খেয়ে ফরয তাওয়াফ করা (৭ই যিলহজ্জ সা‘ঈ না করে থাকলে এ তাওয়াফের পরে সা‘ঈ করা।)। তারপর কাফেলার আমীর বা লিডারের নিকট থেকে খোঁজ নেয়া কুরবানী হয়ে গেছে কিনা। হয়ে থাকলে মাথা মুণ্ডিয়ে ফেলা। তারপর মিনার উদ্দেশ্যে রওনা হওয়া। যাওয়ার পথে তিন শয়তানকে পাথর মেরে যাওয়া। এই দিন মিনায় রাত্রি যাপন করা।
১২ ই যিলহাজ্জ: নির্দিষ্ট সময়ে (৭ ই যিলহাজ্জ মক্কা থেকে মিনায় আসার সময় যে সামান পত্র ছিলো সেই) সামান-পত্র নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হওয়া। যাওয়ার পথে তিন শয়তানকে পাথর মেরে যাওয়া। এই দিন মক্কায় রাত্রি যাপন করা।
১৩ ই যিলহাজ্জ: মিনায় যাওয়ার প্রয়োজন নেই।