ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৬শে যিলক্বদ, ১৪৪৪ হিজরী, ১৬ই জুন, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য ক্লিক করুন।
হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে ক্লিক করুন।
লেখক: মুফতী মনসূরুল হক দা.বা.
নামাযের বাইরে কোন্ সূরার শেষে কী পড়া সুন্নাত?
১. সূরা ফাতেহা শেষ করে বলবে آمِين।
২. সূরা বাকারা শেষ করে বলবে آمِين।
৩. সূরা আর রহমানের প্রত্যেক فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ এর পরে বলবে, لَا بِشَيْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الحَمْدُ।
৪. সূরা ক্বিয়ামাহ শেষ করে বলবে بَلَى।
৫. সূরা মুরসালাত শেষ করে বলবে آمَنَّا بِاللَّهِ।
৬. সূরা শামস্ পড়ার সময় وَنَفَسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا পড়ার পর বলবে, اللهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا وَخَيْرُ مَنْ زَكَّاهَا।
৭. সূরা আ‘লা পড়ার সময় سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى পড়ার পর বলবেسُبْحَانَ رَبِّي الْأَعْلَى এরপর বাকি অংশ পড়বে।
৮. সূরা তীন শেষ করে বলবে بَلَى وَأَنَا عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ।