হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য ক্লিক করুন।
হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com
হযরতওয়ালা দা.বা. এর সমস্ত কিতাব, বয়ান, প্রবন্ধ, মালফুযাত পেতে ইসলামী যিন্দেগী App টি
এবং
থেকে সংগ্রহ করুন।
www.darsemansoor.org এখন www.darsemansoor.com এ পরিবর্তিত হয়েছে।
হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে ক্লিক করুন।
হযরতওয়ালা বলেন, সুন্নাত খুঁজে খুঁজে যে আমল করে তাকে আল্লাহ অনেকগুলো নি‘আমত দেন। যেমনঃ
ক. ১ জন শহীদ সাহাবী রা. এর মত নেকী দিবেন।
খ. আল্লাহর মুহাব্বাত পাবে।
গ. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বাত পাবে।
ঘ. নেককার লোকের মুহাব্বাত পাবে।
ঙ. বদকার লোকেরা তাকে ভয় পাবে।
চ. আল্লাহ তার দীনদারীকে মজবুত করে দিবেন।
ছ. গুনাহ বর্জন সহজ হবে। গুনাহ করতে পারবে না। ছোট বাচ্চাকে তার মা যেভাবে বিপদ থেকে বাঁচায়, আল্লাহ তাকে সেভাবে গুনাহ থেকে হিফাযত করবেন।
জ. আল্লাহ তার রিযিকে বরকত দান করবেন।