ইনশাআল্লাহ জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৯শে সফর, ১৪৪৫ হিজরী, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ঈসা‘য়ী, শুক্রবার (সকাল ৭টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ)

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দা.বা এর লিখিত সকল কিতাব পাওয়ার জন্য ক্লিক করুন

হযরতওয়ালা দা.বা. এর কিতাব অনলাইনের মাধ্যমে কিনতে চাইলে ভিজিট করুনঃ www.maktabatunnoor.com

হযরতওয়ালা দা.বা. কর্তৃক সংকলিত চিরস্থায়ী ক্যালেন্ডার ডাউনলোড করতে ক্লিক করুন

হযরতওয়ালা শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দা.বা. এর বয়ান এবং সমস্ত কিতাব, প্রবন্ধ, মালফুযাত একসাথে ১টি অ্যাপে পেতে ইসলামী যিন্দেগী অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করুন। Play Storeএবং  App Store
  • টাকশাল open হলে যেমন জাল টাকায় ভরে যাবে,

  তেমনি মানবশাল (মেয়েরা) open (বেপর্দা) হলে জাল মানুষে ভরে যাবে।

  • লাভ দেখলেই ঝাপ দেয়া যাবে না, সব লাভেই লাভ নাই,

কোন লাভে সাপ (হারাম) থাকতে পারে।

  • আলিয়া মাদরাসা হলো সরকারী মাদরাসা,

আর কউমী কউমী মাদরাসা হলো দরকারী মাদরাসা।

  • রাস্তা নষ্ট হয় ট্রাকে আর

নারী নষ্ট হয় ব্র্যাকে।

  • আল্লাহ পাক- মাস্তানও না, মিসকীনও না।
  • যতো ‘পদ’ (Post) বানানো হয়েছে সব ‘বিপদ’ থেকে।
  • হারামে কোন আরাম নাই।
  • স্বাস্থ্য সকল কীলের মূল।
  • রাগের চিকিৎসা না করলে, হার্টের রোগী হার্ট ফেল করে মারা যাবে।
  • ব্রিটিশ শিক্ষা, জাতির মেরুধ্বংশ।
  • প্রচলিত বিয়ে বাড়ির খানার ব্যাপারে বলেন, আনা (গিফ্ট বা টাকা) দেন খানা খান।
  • জেন্টল ম্যান- হযরতওয়ালা বলেন, সেন্ডেল ম্যান।
  • এক উরশ (পোকা) রক্ত খায়, আরেক ওরশ ঈমান খায়।
  • বাগী হলে অপারেশন করতে হয়, এটা একটা ভয়ংকর ফোঁড়া। ঠিক তেমনি রাজারবাগী, দেওয়ানবাগী, কুতুববাগী এগুলোরও অপারেশন দরকার। ইসলামে এইগুলো একেকটা ফোঁড়া।